অনধিকার চর্চা: কষ্ট বাড়ানোর ফাঁদ
অনধিকার চর্চা: কষ্ট বাড়ানোর ফাঁদ মোঃ শাহাদৎ হোসেন জীবনে চলার পথে আমরা প্রায়ই এমন কিছু কাজ করি, যেগুলো আমাদের দায়িত্ব বা অধিকার নয়—তবুও আমরা সেগুলোর মধ্যে জড়িয়ে পড়ি। ফলাফল? শুধু নিজেরই অশান্তি আর ভোগান্তি বাড়ে। এই বিষয়টিই আমরা বলি “অনধিকার চর্চা”—অর্থাৎ, যেটা নিজের কাজ নয়, তাতে অযথা মাথা ঘামানো। আমরা যখন অন্যের বিষয় নিয়ে অতিরিক্ত আগ্রহ বা দৃষ্টি নিবদ্ধ করি, তখন তা প্রাথমিকভাবে নিরীহ কৌতূহল মনে হলেও ধীরে ধীরে তা পরিণত হয় এক ধরনের মানসিক ও সামাজিক জটিলতায়। কে কী করছে, কে কার সাথে গেল, কার কত আয়—এই সব কিছুতে অতিরিক্ত মনোযোগ দেওয়া একদিকে যেমন নিজের সময় ও মানসিক শক্তির অপচয়, অন্যদিকে সামাজিক সম্পর্কেও দূরত্ব তৈরি করে। আমার শিক্ষকতা জীবনে বহুবার লক্ষ্য করেছি—ছাত্রছাত্রীরা অন্যের নম্বর বা ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ে, অথচ নিজের প্রস্তুতি যথাযথভাবে নেয় না। একইভাবে কর্মক্ষেত্রেও দেখা যায়—কে বসের সাথে বেশি কথা বললো, কে কোন প্রশংসা পেল—এসব নিয়ে চিন্তায় পড়ে অনেকেই নিজের কাজ ভুলে যায়। অথচ, এসব ভাবনা আসলে নিজের কষ্ট বাড়ানো ছাড়া কিছু নয়। আমরা যদি বুঝতে পারি যে প্রতিটি মানুষ আলাদা, প্রত্যেক...