মানব সম্পদ কখনও বোঝা হবে না

মানব সম্পদ কখনও বোঝা হবে না মোঃ শাহাদৎ হোসেন মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। কোনো সমাজ বা রাষ্ট্রের উন্নতির মূলে থাকে মানুষ—যাকে আমরা মানব সম্পদ বলে থাকি। এই মানব সম্পদকে বোঝা মনে করলে তা হবে আমাদের জ্ঞানের ঘাটতি, দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এক সময় পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল বর্তমান জনসংখ্যার অর্ধেক। তখন কর্মসংস্থানের সংকট ছিল না, কিন্তু খাদ্যের তীব্র অভাব ছিল। মানুষকে টিকে থাকার জন্য সংগ্রাম করতে হতো, অনেক ক্ষেত্রেই মৌলিক চাহিদা পূরণ করা যেত না। অথচ আজকের দিনে খাদ্যের ঘাটতি অনেকটাই কমে এসেছে। বরং কর্মসংস্থানের অভাব নিয়ে আলোচনা বেশি হয়। বাস্তবে দেখা যায়, উচ্চ শিক্ষিতদের বেকারত্বের হার বেশি হলেও অল্প শিক্ষিত বা দক্ষতাভিত্তিক কর্মীদের বেকারত্ব তুলনামূলক কম। এর মানে হলো—কর্মক্ষেত্র সব সময় নতুনভাবে তৈরি হয়, আর মানুষ তার দক্ষতার ভিত্তিতে সেখানে জায়গা করে নেয়। অনেক বিশেষজ্ঞ দাবি করেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিভিন্ন পেশার মানুষকে বেকার করে দেবে। আমি এই মতকে সঠিক মনে করি না। প্রযুক্তি নতুন সুযোগের দ্বার উন্মোচন করে, আবার মানুষের জন্য নতুন কাজের ক্ষেত্রও সৃষ্টি করে। অতীতে যেমন যন্ত্রের আবিষ্কার কৃষি ও শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিল, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তাও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। তাই এসব নেতিবাচক পূর্বাভাসে বিশ্বাস না করে, আমাদের উচিত সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা রাখা। মানুষ যখনই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তখনই নতুন উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে তা মোকাবিলা করেছে। মানব সম্পদ কখনও বোঝা নয়, বরং প্রতিটি মানুষই সম্ভাবনার এক একটি দরজা। সঠিক দিকনির্দেশনা, দক্ষতা ও বিশ্বাস থাকলে মানব সম্পদই হবে উন্নয়নের মূল চালিকা শক্তি।

Comments

Popular posts from this blog

আত্মবিশ্বাস ও সফলতা

মানব জনমের স্বার্থকতা